সাপাহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

 

মোরশেদ মন্ডল সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে মানবাধিকার কমিশনের সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যুরো প্রধান জুলফিকার আলি সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার জিরো পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন , গত শনিবার সকাল সাতটার দিকে স্থানীয় জাহাঙ্গীর আলম মানিকের সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয়দের সংঘর্ষ সৃষ্টি হয়। সৃষ্ট সে ঘটনা নিয়ে মানিকের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে মানবাধিকার কমিশনের সভাপতি সম্রাটকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সংঘটিত ঘটনার সময় জুলফিকার আলি সম্রাট নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। বক্তারা আরো বলেন, ঘটনার দিন সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক সংবাদ সংগ্রহ করতে যায়নি বরং সে একজন ভূমিদস্যু। সে প্রতিপক্ষের লোকজনের সাথে হাত মিলিয়ে জমি দখল করতে গিয়েছিলো।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নুরে জান্নাত ময়না সহ সংগঠনের সদস্য ও স্থানীয় সচেতন মহল।

     More News Of This Category

Our Like Page