-
- আঞ্চলিক
- রাউজান প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়
- Update Time : May, 6, 2023, 2:15 pm
- 77 View
রাউজান,চট্টগ্রাম (প্রতিনিধি)
দেশের উন্নয়নের সাথে সাধারণ জনগনের সমস্যার কথাও তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে
ব্যাপক আয়োজনে রাউজান প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৪মে বৃহস্পতিবার কর্ণফুলী নদী, ঐতিহ্যবাহী লাম্বুরহাট সহ নয়নাভিরাম রিভার ভিউ পয়েন্টে নৌ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে উৎসব মুখর সময় অতিবাহিত করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে ক্যাফে রিভার ভিউতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি নাছিম উদ্দিন আকাশ। রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ উদ্দিন। অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাত শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ ওসমান চৌধুরী, সংগঠক জেবর মুল্লুক, খোরশেদ আলম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ রফিক। এসময় এছাড়াও আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবি, অর্থ সম্পাদক কেএম, বাহাউদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, আইন বিষয়ক সম্পাদক একে বাবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী, নুর মোহাম্মদ। উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, আশরাফুল ইসলাম, ইয়ছিন আরাফাত, আইমন উদ্দিন, মোহাম্মদ আবির, মোহাম্মদ ছোটন প্রমুখ।
More News Of This Category