কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সাথে আবু বক্কর সিদ্দিকের ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি-

বাংলাদেশ কৃষকলীগ সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন আবু বকর সিদ্দিক। সম্প্রতি সাভার পৌর শাখা কৃষক লীগের নবনির্বাচিত কমিটি গঠন হলে দলের ত্যাগী, সৎ, যোগ্য ও বিশ্বস্ত নেতা আবু বক্কর সিদ্দিক পৌর সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান। এই দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষকলীগ সাভার পৌর শাখার সভাপতি আইনুল হক গেদু, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী ও সাভার পৌর কৃষক লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ শে সেপ্টেম্বর কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ্রকে ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন আবু বকর সিদ্দিক। এ সময় সমীর চন্দ্র বলেন, কৃষক লীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। সাভার পৌর শাখা এর ব্যতিক্রম নয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্ভার পৌর শাখা কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার প্রতীক নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

     More News Of This Category

Our Like Page