সাভারে আলেম উলামা ও ইমামদের সাথে ত্রাণ প্রতিমন্ত্রীর মতবিনিময়
- আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেন:
ঢাকার সাভারে আলেম উলামা ও মসজিদের ইমামদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আজ ৭ই অক্টোবর দুপুরে ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাভার ইসলামিয়া কামিল মাদরাসার সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদের সভাপতিত্বে এনাম মেডিকেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মানিক মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.এনাম বর্তমান সরকারের আমলে সম্পন্ন ব্যাপক উন্নয়নমূলক কাজের বিবরণী তুলে ধরে আলেম সমাজকে জাতির সামনে সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানান। পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দোয়া কামনা করেন।সভাপতি বক্তব্যে মাসুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ইসলাম বান্ধব সরকার।তার প্রমাণ ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ ও কওমী মাদরাসা স্বীকৃতি প্রদান। এছাড়াও আলেম উলামাদেরকে সর্বোচ্চ পর্যায়ে মূল্যায়ন। মসজিদ মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা এই সরকারের সাফল্য। অনুষ্ঠানে সাভার-আশুলিয়ার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের আলেম উলামা এবং ইমামগন উপস্থিত ছিলেন।