সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মোঃ সাগর হোসেন:
ঢাকা-১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাইপাইলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আপনারা ভালো আছেন,বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী তান্ডব, হাসপাতাল, পুলিশ বক্স, বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর, পুলিশ হত্যা, বাসে আগুন দিয়ে তাদের হিংস্রতার পরিচয় দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,আর কোথাও কোনো প্রকার আকর্ষিক হামলা,সমাবেশের নামে সন্ত্রাসী তাণ্ডব,অরাজকতা সৃষ্টি করলে,আপনাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা কঠিন থেকে কঠিনতম পাল্টা জবাব দিয়ে আপনাদের প্রতিহত করব।এ বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     More News Of This Category

Our Like Page