জাতীয় শ্রমিক লীগ এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে উঠান বৈঠক
- আপডেট সময় : ১০:৩৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
মোঃ সাগর হোসেনঃ
বিএনপি’র হরতাল এবং অবরোধের বিরুদ্ধে জাতীয় শ্রমিক লীগ এবং সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত।২৩ শে নভেম্বর(বৃহস্পতিবার) সকালে হেমায়েতপুরের এটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাভার উপজেলার সভাপতি জনাব সাখাওয়াত হোসেন শওকত, ও জাতীয় শ্রমিক লীগের পাথালিয়া ইউনিয়নের সভাপতি জনাব মোঃ কামাল, হোসেন ও বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ প্রমুখ। শওকত হোসেন বলেন, বিএনপির হরতালের নামে সন্ত্রাসী তান্ডব, হাসপাতাল, পুলিশ বক্স, বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর, পুলিশ হত্যা, বাসে আগুন দিয়ে তাদের হিংস্রতার পরিচয় দিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,আর কোথাও কোনো প্রকার আকর্ষিক হামলা, তাণ্ডব,অরাজকতা সৃষ্টি করলে,আপনাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা কঠিন থেকে কঠিনতম পালটা জবাব দিয়ে আপনাদের প্রতিহত করব। এবং সেই সাথে আগামী জাতীয় দ্বাদশ নির্বাচন উপলক্ষে ও বিস্তর আলোচনা করা হয়।