সাতক্ষীরা- ১ আসনের নৌকার মাঝি ফিরোজের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত
- আপডেট সময় : ০৯:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি-
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
শুক্রবার(১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান ও মোনাজাত করা হয়।
বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তালা- কলারোয়ার নৌকার মাঝি আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন সহ দলীয় সফরসঙ্গীগণ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিসান, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, আ’লীগ নেতা মফিজুল ইসলাম, সহিদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, প্রধান শিক্ষক আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, ফজলুর রহমান, ওসমান গণি, গোলাম সরোয়ার, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্নাসহ উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে আগত সভাপতি- সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়।