দেবহাটায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্বোধন

- আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
দেবহাটার পারুলিয়া গরুহাটস্থ খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পারুলিয়া খাদ্য গুদাম ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পারুলিয়া খাদ্য গুদাম কর্মকর্তা সুব্রত কুমার কুন্ডু। এসময় উপজেলা খাদ্য বিভাগের নুরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ন কবীর হীম, প্রান্তিক কৃষক, মিলার ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ৩৪৩ মেট্রিক টন ধান ও ২১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।