আশাশুনিতে নবাগত উপজেলা শিক্ষা অফিসারের যোগদান
- আপডেট সময় : ১১:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার হিসাবে স্বপন কুমার বর্মন যোগদান করেছেন। রবিবার (১০ ডিসেম্বর) সকালে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
সাবেক উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম গত এপ্রিল মাসে বদলী জনিত কারনে কর্মস্থল ত্যাগ করেন। সেই থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করে আসছিলেন। স্বপন কুমার বর্মন রবিবার আশাশুনিতে যোগদান করায় শিক্ষা অফিসারের শূণ্যতা পূর্ণ হলো। নবাগত শিক্ষা অফিসার নড়াইল জেলার লোহাগড়া উপজেলা হতে সহকারী শিক্ষা অফিসারের পদ থেকে পদোন্নতিপ্রাপ্ত হয়ে এ উপজেলায় আসলেন। নবাগত কর্মকর্তাকে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ হতে সকল এইউইও ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং স্বাদরে বরণ করে নেন। যোগদানের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আশাশুনি উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগতমান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কাজ করতে চান বলে অনুভূতি ব্যক্ত করেন।