পাইকগাছায় সাংবাদিক আজাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পাইকগাছা উপজেলা কমিটির সদস্য একে আজাদের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রিপোটার্স ইউনিটের কার্যালয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র পাইকগাছা উপজেলা কমিটি ও রিপোটার্স ইউনিটের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ সেকেন্দার আলী,জিএম মিজানুর রহমান,আসাদুল ইসলাম মোঃ ফসিয়ার রহমান,ফিরোজ আহমেদ, মানছুর জাহিদ,হাফিজুর রহমান রিন্টু,জহুরুল হক,মাজহারুল ইসলাম মিথুন,কাজী সোহাগ,সাফিয়ার রহমান ও ফারখ হোসেন। এসময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত সাংবাদিক আজাূদকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয় এবং সকলের কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র সদস্য কপিলমুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,প্রবাসীর দিগন্তের পাইকগাছা প্রতিনিধি,ও প্রতিদিনের কথার সাংবাদিক এ কে আজাদ গতকাল রাতে ব্রেইনস্ট্রোক জনিত কারণে খুলনার শিবসা নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।