সংবাদ শিরোনাম ::
বড়দল ও খাজরা ইউনিয়নে জাতীয় পার্টির গণসংযোগ

আশাশুনি প্রতিনিধি:
- আপডেট সময় : ০৩:৫৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
আশাশুনি উপজেলার বড়দল ও খাজরা ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন দু’টির বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত প্রার্থী এ্যাড. আলিফ হোসেন।গনসংযোগকালে বিভিন্ন সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। অনুষ্ঠানে উপজেলা জাপা সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, জাপা নেতা হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।