সখিপুর ইউপিতে স্কুল ব্যাগ ও কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও কয়েক’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।
সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ গাজি, রবিউল ইসলাম, শেখ মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম সরদার, আবুল হোসেন, নজরুল ইসলাম, সংরক্ষিত নারী ইউপি সদস্যা সাজু পারভীন, রেহেনা খাতুন ও জুলেখা খাতুন, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।